| |
               

মূল পাতা সারাদেশ সাংসদ একরামুলকে আ‘লীগ থেকে বহিষ্কারের সুপারিশ


সাংসদ একরামুলকে আ‘লীগ থেকে বহিষ্কারের সুপারিশ


রহমত ডেস্ক     29 January, 2022     09:21 PM    


‘সংগঠন পরিপন্থি কাজে’ জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি ও বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি।

আজ (২৯ জানুয়ারি) শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ সুপারিশ পাঠানো হয়। সভায় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংরক্ষিত নারী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী,নোয়াখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সহিদ উল্যাহ খান সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। তারা বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচন ও পৌরসভা নির্বাচনে সংগঠন পরিপন্থি কাজে’ জড়িত থাকার অভিযোগে একরামুল করিম চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে সাংসদ একরামুল করিম চৌধুরীর বক্তব্য জানতে তার ফোনে কল করা হলেও তিনি ধরেননি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী নোয়াখালী সদর